দারুণ কালা সবে বলে কালা কালা আমি বলি শ্যাম।
অঞ্চলে বান্ধিয়া রাখম কালার নিজ নাম।
ভাণ্ড ভাঙ্গিয়া ননী খাবাইলুম তোরে তবেহ দারুণ কালা না হইলা আমারে।
বনের হরিণী কহে কার ধার ধারি আপন মাংসের লাগি জগ কৈলুঁ বৈরী।
সৈয়দ মর্তুজা কহে শুন রে কালিয়া নিভানো মনের আগুন কে দিল জ্বলিয়া।