দামিনী দাম দমন মনোহারী।
রঙ্গিণীরূপ কি অমিয় উঘারি।।
ঝলমল সিঁথে সিন্দুর কচপাশ।
মেহ নিয়ড়ে কি অরুণ পরকাশ।।
অঞ্জনে উজর তরল যুগ আঁখি।
নাচত কিয়ে যুগ খঞ্জন পাখী।।
মধুরিম বদনে হাস অতি মন্দ।
বিকচ কমলে কি করই মকরন্দ।।
উচ কুচ কঞ্চু নীলিম রুচিকারি।
মেরুশিখরে কিয়ে জলদ বিথারি।।
সুরুচির কর অঙ্গুলি নখরাজি।
চম্পককলি কি মল্লী সহ সাজি।।
মাঝহি খীণ ধিরজভর মেটি।
নেল শরণ কি সিংহ কটী ভেটি।।
পদতল লাল লসত অনুপাম।
যাবক ছলে কি রহল ঘনশ্যাম।।