দাঁড়া রে তোরে একবার দেখি ভাই। এতদিন খুঁজে তোরে পাইনে রে কানাই ।।
ষড়ৈর্শ্বয ত্যাজ্য করে আলি রে ভাই নদেপুরে।
কি ভাবের ভাব তোর অন্তরে আমায় সত্য বল রে ভাই।।
তোর শোকে যশোদা রাণী হয়ে আছে কাঙ্গালিনী।
ও সে হায় নীলমণি নীলমণি বলে সদায় ছাড়ছে হাই।।
দৃষ্ট করে দেখ তুমি তোমার ছিদাম নফর আমি।
লালন কেন্দে বলে, আমি ভাবের বলিহারি যাই।।