দহএ বুলিএ বলি ভমরি করুনা কর
আহা দই আই কী ভেল।
কোর সুতল পিয়া আন্তরো ন দেঅ হিয়া
কে জান কওন দিগ গেল।।
অরে কৈসে জীউব মঞেরে
সুমরি বালভু নব নেহ।।
একহি মন্দির বসি পিয়া ন পুছএ হসি
মোরে লেখে সমুদক পার।
ই দুই জৌবনা তরুন লাখ লহ
সে আবে পরস গমার।।
পট সুতি বুনি বুনি মোতি সরি কিনি কিনি
মোরে পিয়াঞে গাথল হার।
লাখ লেখি তহ্নি হম হরবা গাথল
সে আবে তোলত গমার।।
অরেরে পথিক ভইআ সমাদ লএ জইহ
জাহি দেস বস মোর নাহ।
হমর সে দুখ সুখ তহ্নি পিয়া কহিহ
সুন্দরি সমাইলি বাহ।।
ভনই বিদ্যাপতি অরে রে জুবতি
অবে চিতে করহ উছাহ।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
লখিমা দেবি বর নাহ।।