দরসন লাগি পুজএ নিতে কাম।
অনুখন জপএ তোহরি পএ নাম।।
অবধি সমাপল মাস অষাঢ়।
অবে দিনে দিনে হে জীবন ভেল গাঢ়।।
কহব সমাদ বালভু সখি মোর।
সবতহ সময় জলদ বড় ঘোর।।
একে অবলাহে কুপুত পঞ্চবান।
মরম লখিএ কর সর সন্ধান।।
তুঅ গুন বান্ধল অছএ পরান।
পরবেদন দেখ পর নহি জান।।