দরশনে নয়নে নয়নে বহে লোর।
আপাদ মস্তক দুহুঁ পুলকে আগোর।।
সজনী হোর দেখ প্রেম-তরঙ্গ।
কত কত ভাবে থকিত ভেল অঙ্গ।।ধ্রু।।
দুহুঁকর দেহে ঘাম বহি যাত।
গদ গদ কাহুঁ না নিকসয়ে বাত।।
দুহুঁজন-কম্প হেরি লাগে ধন্দ।
রাধামোহন হেরি পরম আনন্দ।।
দরশনে নয়নে নয়নে বহে লোর।
আপাদ মস্তক দুহুঁ পুলকে আগোর।।
সজনী হোর দেখ প্রেম-তরঙ্গ।
কত কত ভাবে থকিত ভেল অঙ্গ।।ধ্রু।।
দুহুঁকর দেহে ঘাম বহি যাত।
গদ গদ কাহুঁ না নিকসয়ে বাত।।
দুহুঁজন-কম্প হেরি লাগে ধন্দ।
রাধামোহন হেরি পরম আনন্দ।।