দধি ঘৃত পসরা লেই সব রঙ্গিণী
আওল কালিন্দীতীরে
যমুনাতরঙ্গ- রঙ্গ হেরি আকুল
পরশ না পারই নীরে।।
প্রাবৃট সময়ে উঠয়ে ঘন ঘূর্ণন
গরজন দুকূল পাথার।
ঐছন হেরি কহই সব কামিনী
কৈছনে হোয়ব পার।।
মুখরা সঞে ধনি রমনি শিরোমণি
বদন পাণিতলে লাই।
হেরি নাগরবর হরষিত অন্তর
তরণি লেই চলু ধাই।।
কর্ণধারবর চড়িয়া তরণি পর
আওল রাইক পাশে।
চড় সভে পারে উতারব এ ধনি
কিছু নাহি ভাব তরাসে।।
এত কহি সবহুঁ পাণি ধরি নাবিক
তরণি উপর সভে লেল।
জ্ঞানদাস ভণ লেই রমণিগণ
গহন পানি মাহা গেল।।