দক্ষিণ নয়ান মোর নাচে আচম্বিতে।
গা মোর আলাঞা পড়ে সুখ নাহি চিতে।।
চাঁদ পানে চাহিতে পরাণ চমকয়।
প্রিয়-সখীর প্রিয় বোল গায় নাহি সয়।।
ফুল-শেজে শুতিলে সদাই কাঁটা বাজে।
কত না পাইব দুখ লম্পটের কাজে।।
এখন আসিয়া যদি দেয় দরশন।
মিটয়ে মনের সাধ জুড়ায় নয়ন।।
দেখি আর দণ্ড দুই রহি প্রতি আশে।
চন্দ্রশেখর-পহু আসে কিনা আসে।।