ত্রিবলি-তরঙ্গিনী পুর দুগ্গম জনি
মনমথে পত্র পঠাউ।
জৌবন-দলপতি সমর তোহর
ঋতুপতি-দূত পঠাঊ।।
মাধব, আবে সাজিএ দহু বালা।
তসু সৈসব তোহেঁ জে সন্তাপলি
সে সব আওতি বালা।।
কুণ্ডল চক্ক তিলক অঙ্কুস কএ
চন্দন কবচ অভিরামা।
নয়ন কটাখ বান গুণধনু
সাজি রহল অছি রামা।।
সুন্দরি সাজি খেত চলি আইলি
বিদ্যাপতি কবি ভানে।