ত্যজহ দারুণ মান।
চলহ নিকুঞ্জ-ধাম।।
সে হেন রসিক রায়।
তাম্বুল নাহিক খায়।।
তুমি সে নিদয় বড়ি।
কেমনে আছহ ছাড়ি।।
এ রসে কেন বা ভঙ্গ।
মিলহ তাকর সঙ্গ।।
কোপ পরিহর ধনি।
তুমি সে রমণী-মণি।।
এ রস সুখের সার।
এ মতি অমিয়া ভার।।
রসের নাগরী তোরা।
পিও সুধাকর-ধারা।।
যাহার সমুখ বারি।
পিয়াসে কেন বা পুড়ি।।
যেমন চাতক পাখী।
সুধাকর তেন সাখী।।
যেমন সঞ্চরী মীনে।
নাহি জীয়ে জল বিনে।।
এমতি তুমি সে গতি।
তাহাকর হেন রীতি।।
ত্যজহ বিরস মান।
চণ্ডীদাস গুণ গান।।