(ক)
তোহ জলধর সউ জলধর রাজ।
হমে চাতক জলবিন্দুক কাজ।।
বরঞো পরান আসকএ তোর।
সময় ন বরিসখি অসময় মোর।।
জলদএ জলদ জীব মোর রাখ।
দেলে সহস অবসহো লাখ।।
জখনেক নিথিনিঞ তনু পার।
তহিখনে বহু পিআসল আ্রর।।
তুহও দেস তনু সেকর পান।
তে অও সরাহি অনহো অমলান।।
বৈভব গেলা রহত বিবেক।
তেসন পুরুষ লাখে মাহ এক ।।
(খ)
তোঁহে জলধর সহজহি জলরাজ।
হমে চাতক জলবিন্দুক কাজ।।
জল দএ জলদ জীব মোর রাখ।
অবসর দেলে সহস হো লাখ।।
তনু দেঅ চাঁদ রাহু কর পান।
কবহু কলা নহি হোঅ মলান।।
বৈভব গেলে রহএ বিবেক।
তইসন পুরুখ লাখ থিক এক।।
ভনই বিদ্যাপতি দূতী সে।
দুই মন মেল করাবএ জে।।