তোহে কুল মতি রতি কুলমতি নারি।
বাঙ্কে দরসনে ভুলল মুরারি।।
উচিতহু বোলইত আবে অবধান ।
সংসয় মেলতহু তহ্নিক পরান।।
সুন্দরি কী কহব কহইত লাজ।।
ভোর ভেলা পরহু সয়ঁ বাজ।।
থাবর জঙ্গম মনহি অনুমান।
সবহিক বিসয় তোহর হোঅ ভান।।
অরু কহিঅ কী বুঝওবিসি তোহি।
জনি উধমতি উমতাবএ মোহি।।