তোহেঁ প্রভু সুরসরি ধার রে
পতিতক করিয় উধার রে।
দুরসোঁ দেখল গাঙ্গ রে ।
পাপ ন রহয়ে আঙ্গ রে।।
সুরসরি সেবল জানি রে
এহন পরসমনি পাবি রে।
ভনহিঁ বিদ্যাপতি ভান রে
সুপুরুষ গুণক নিধান রে।।