তোহি নব নাগর হাম ভীতি রমাণি।
কেলি করব দুয় বল জানি।।
অধিক মাচন কে সহয়ে পার।
কোমল হৃদয় বহু ভার।।
তখনেহ হরিলেল কাঁচু চোরি।
কতপর যুগতি কয়ল অঙ্গ মোরী।।
তখনক ঢিটিপনকহই ন জায়।
লাজে বিমুখী ধনি রহলি লজায়।।
করে ন মিঝায়ল দুবর দীপে।
লাজে না মর নারি কঠ জীবে।।
ভন বিদ্যাপতি অয়নক ভান।
কলয়ে জানল পুন হউত বিহান।।
রাজা ভূপতি রূপনারায়ণ জান।
লছিমা দেই রহে বিরমান।।