তোহারি মথুরা গমন চিন্তিয়া
লিখই খিতির পরে।
জাগি দিবানিশি হৃদয় বিদরে
উদবেগে আঁখি ঝরে।।
অতি খিণ তনু মলিন হইল
প্রলাপে কারে কি কহে।
ব্যাধি বিরহে ধরণী লুঠয়ে
মরণের পথে রহে।।
উন্মাদ হইয়া উঠে বৈসে যেন
মৃগী বিষশরঘাতে।
মোহদশা ভেল দেহ দুরবল
শকতি না রহে তাখে।।
দশমী দশায় ঘড়ঘড় কন্ঠ
শ্বাস বহে নাহি বহে।
শুন হে মাধব রাই দশ দশা
পামরী উদ্ধবে কহে ।।