তোর নি বাঁশীর বর শুনি গো রাই, তোর নি বাঁশীর রব শুনি।। ধু
উজানে বাজাও বাঁশী মথুরা বইয়া শুনি।
কামিনী হেরল কাম বাঁশী তপস্যা ছোড়ে মুনি।।
কোন্ দেশে তরল বাঁশী বাজাইল বন্ধুয়া।
রাধের প্রাণ হরিতে বাঁশী আনিল কানাইয়া।।
যেই খানে বাজাও বাঁশী সেইখানে লাগত্ পাম্।
শিকর উফারি বাঁশী সাগরে ভাসাম্।।
সৈয়দ মর্তুজা কহে যৌবন দিমু ডালি। তন ছাড়ি প্রাণি টান তন হৈল খালি।।