তোরে লইয়া নিগূঢ় বনে ললিত স্বরে গান করি;
দেশে আইল নবীন কিশোরী। ধু
তোর বাড়ী যাইতে বন্ধু রে ও বন্ধু, রইদে করে ধাক্‌ধাকি;
এ গো, তুমি আমার প্রাণের বন্ধু, তুমি আমার দয়ার বন্ধু,
ছিরের উপর ধর ছাত্তি।
মোর বাড়ী যাইতে বন্ধু রে, ও বন্ধু, খালায়-নালায় আইল পানি;
আয় রে এওতের দিমু লিলুয়া ঘোড়া বরিষার দিমু নাও খিনি।
মথুরারি হাটে গিয়া ও বন্ধু, কিনিয়া আনলাম লাকুড়ি;
এ গো শুকনার কাঠে নাও বান্ধাইয়া জলে ভাসায় সুন্দরী।
শিতালং ফকির কইনি ও সই, এখন আমি কি করি;
এ গো, এ বঙ্গ-সংসারের মাঝে ফকির নামে বাস করি।