তোরা কেউ যাস্ নে ও পাগলের কাছে। তিন পাগলে হ’লো মেলা নদেয় এসে।।
একটা পাগলামো করে, কোল দেয় জাত অজাতেরে দৌড়িয়ে যেয়ে।
ও তার নাই জেতের রোগ, এমন পাগল কে দেখেছে ।।
একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে।
আবার হরি ব’লে পড়ে ঢলে ধূলার মাঝে।।
দেখতে যে যাবি পাগল সেইতো হ’বি পাগল বুঝবি শেষে।
ছেড়ে তারো ঘর-দুয়ার ফিরবি নে যে।।
পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বে পাগল নাম ধরেছে।।