তোমার বরন না দেখি জখন
জবে না দেখিএ তোয়।
তুলি সে চম্পক অতি মনোহর
নিরখিতে আখি রোয়।।
তোমার বেণির চাঁচর চিকুর
জদি বা পড়এ মনে।।
কালজলে আখি আবাঞা দেখিএ
আপন মনের সনে।।
জবে মনে পড়ে শ্রীমুখমণ্ডল
নিরখি গগন-সসি।
তার পানে চাঞা তারে নিরখিঞা
তবে নিবারণ বাসি।।
তোমার নয়ান চঞ্চল সঘন
সেই সদা পড়ে মনে।
তবে মন দিঞা নিবারন বাসি
খঞ্জন পাখিআ সনে।।
চণ্ডিদাস বলে হেন মনে লঅ
সুন রসময় কান।
দুই এক দেহ অতি বড় লেহ
তবে সে কা সনে মান।।