“তোমার বরণ অতি অনুপম
যে দিন না দেখি তোয়।
তুমি সে চম্পক অতি মনোহর
নিরখিতে আঁখি রোয়।।
তোমার বেণীর চাঁচর চিকুর
যদি বা পড়য়ে মনে।
কলিজা দুখানি এলাইয়ে দেখি
আপন মনের সনে।।
যবে পড়ে মনে শ্রীমুখমণ্ডল
নিরখি গগন-শশী।
তার পানে চেয়ে তারে নিরখিয়ে
তবে নিবারণ বাসি।।
তোমার নয়ন চঞ্চল সঘন
সেই সদা পড়ে মনে।
তবে পূরে মন করি নিরীক্ষণ
খঞ্জন পাখীর সনে।।”
চণ্ডীদাস কয়– “হেন মন লয়
শুন রসময় কান।
দুই এক দেহ অতি বড় লেহ
তবে কেন হয় মান।।”