“তোমার পীরিতি কি জানি জজিতে
অবলা কুলের বালা।
সুজন দেখিয়া পীরিতি করিলুঁ
পরিণামে এত জ্বালা।।
অবলা জনার দোষ না লইবে
তিলে কত হয় দোষ।
তুমি দয়া করি কৃপা না ছাড়িহ
মোরে না করিহ রোষ।।
তুমি সে পুরুষ- ভূষণ শকতি
সকলি সহিতে হয়।
কূলের কামিনী লেহ বাড়াইয়া
ছাড়িতে উচিত নয়।।
তিলেক না দেখি ও চাঁদবদন
মরমে মরিয়া থাকি।”
হয় নয় ইহা দেখ সুধাইয়া
চণ্ডীদাস আছে সাথী।।