“তোমারে ছাড়িতে নারিব কালিয়া
যে বল সে বল মোরে।
তোমার কারণে পরাণ তেজিব
গিয়ে যমুনার তীরে।।
মরিলে তরিব মুরতি হইব
নন্দের নন্দন কান।
দেখিবে বেকত নহে আনমত
এ কথা না হবে আন।।
নন্দের নন্দন হইব যখন
তোমারে করিব রাই।
বিরহ বেদন দিব সে ঐছন
যেমন বেদনা পাই।।
পরের বেদন না বুঝ এমন
পরিণামে পাবে সাখী।
আনজন-দুখ পানু কত সুখ
শুন হে কমল-আঁখি।।
তোমার কারণে সব তেয়াগিল
কুলের গৌরবপনা।
শাশুড়ী ননদী বাসিত অবধি
যেমন কাণের সোণা।।
এখন বাসয়ে যেন কালকুটী
নয়নে আছয়ে মিশি।
কথায়ে ছেদনা বড়ই যাতনা
দিছয়ে এ দিন রাতি।।
সকল ছাড়িল জিসের কারণে
তাহার এমনি রীতে।
হাসিয়া হাসিয়া প্রেম বাড়াইলে
ভাঙ্গিলে গৃহের ভিতে।।
এখন এমন কেমন ধরণ
মথুরা যাইতে চাহ ।
সব গোপীগণ করিয়াছি পণ
সবারে সংহতি লহ।।
যদি বা পরাণ- পুতলি ছাড়িল
কি আর নয়ান দুটি।।”
চণ্ডীদাস বলে– “কি হৈল গোকুলে
ঘেরল আপদ্ কোটী।।”