তোমরা নি বন্ধুয়ার রূপ দেখগো সজনী সই তোমরা নি বন্ধুয়া রূপ দেখ।।
আমারে ছাড়িয়া হরি রৈলায়গি মধুপুরী। আমি রৈলাম পন্থের দিকে চাইয়া গো।
মুই হৈনু কুল নারী বন্ধে মোরে ভিন্নবাসী।। আমি রৈলাম বন্ধুয়ার আশে গো ।
শ্বাশুড়ী ননদী বৈরী, ঘরে না মুই রইতে পারি। বিরহের অনলে জ্বলিয়া মরিগো।।
শুনিয়া বাঁশীর ধ্বনি উলচিত রাধার প্রাণী। কোথায় পাইমু নিলয় না জানি গো।।
ছৈয়দ শাহনূরে কয় সে কালা মানিবার নয় ওলো সখি না দেখি উপায় গো।।