তোদের দোঁহর দৈবের ঠাম।
নিতি নিতি তোরা কলহ করিবি
কত না সাধিব হাম।।
নিতি নিতি তোদের এমতি করিয়ে
কথাতে কথাতে দ্বন্দ্ব।
সে বলে–“রাই রসিক নহে”
তু বলিস–“উহ মন্দ।।”
সে হেন নাগর গুণের সাগর
জগৎ-দুর্ল্লভ লেহা।
তু হেন নাগরী প্রেমের আগরি
কেন বাড়াইলি লেহা।।
নিতি নিতি তোরা এমতি করিবি
ইথে কি পরাণ রয়।
চণ্ডীদাস কহে– অবলা-পরাণে
এত কি বেদনা সয়।।