তোঁহ প্রভু ত্রিভুবন নাথে। হে হর
হর নিরদীস অনাথে।।
করম ধরম তপ হীনে।
পড়লহুঁ পাপ অধীনে।।
বেড় ভাসল মাঝ ধারে।
ভৈরব ধরু করুআরে।।
সাগর সম দুখ ভারে।
অবহু করিঅ প্রতিকারে।।
ভনহি বিদ্যাপতি ভানে।
সঙ্কট করিঅ তরানে।।
তোঁহ প্রভু ত্রিভুবন নাথে। হে হর
হর নিরদীস অনাথে।।
করম ধরম তপ হীনে।
পড়লহুঁ পাপ অধীনে।।
বেড় ভাসল মাঝ ধারে।
ভৈরব ধরু করুআরে।।
সাগর সম দুখ ভারে।
অবহু করিঅ প্রতিকারে।।
ভনহি বিদ্যাপতি ভানে।
সঙ্কট করিঅ তরানে।।