তেজিলু নিজ কুল এ লোক লাজ।
এ গুরু গৌরব এ গৃহ কাজ।।
সে সব নব নেহার নিছনি কৈলোঁ ।
যে মোরে বোলে তারে জিয়ন্তে মৈলোঁ।।
না বোল সজনি আর কিছু না লয় মনে।
সে বন্ধু বান্ধিঞাছোঁ পরাণ সনে।
বন্ধুর আরতি হিয়ার মালা।
পতির পিরিতে বিষের জ্বালা।।
যে চিতে দঢ়াইলুঁ সেই সে হয়।
খেপিল বাণ যেন রাখিল নয়।।
খাইতে শুইতে আনহি নাহি।
জ্ঞানদাস কহে বুঝি এ তাহি।।