তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়নঅঞ্জন তুয়া পরচিত-চোর।।
প্রতি অঙ্গ অখিল অনঙ্গ সুখনিধি।
না জানি কি লাগি পরশন না দেয় বিধি।।
রাই নহিয় বিমুখ।
অনুগত জনেরে না দিএ এত দুখ।।ধ্রু।।
অলপ অধিক সঙ্গে হয় বহুমূল।
কাঞ্চনের সনে কাচ মরকততুল।।
এত অনুনয় করি আমি নিজ জনা।
দুরদিনে হয় যদি চাঁদে হরে জোনা।।
এত ধন ধনি যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস বলে কেবা জানে কার মন।।