তুয়া মুখ চাঁদ কমল আদি কবলই
নিবিড় চামর জিতি কেশ।
কনক কমল অলি জিনি অলকাবলি
শ্রুতি অছু গিধিনি বিশেষ।।
তরুণি-মুকুট-মণি গোরি।
ভ্রুযুগ নরতনে কাম-ধনু কম্পিত
পরাণ-পুতলি তুহুঁ মোরি।।ধ্রু।।
চঞ্চল নয়ন ইন্দীবর নিন্দই
গণ্ডহি জিতল মুকুর।
নাসা তিলফুল অধর পঙারকুল
স্মিত জিতি অমিয়া কপূর।।
কুন্দ করগ-বিজ জিতি দ্বিজ-লাবণি
কন্ঠহি কম্বুক শোভা।
বাহু মৃণাল করযুগ পঙ্কজ
মঝু মন-মধুকর লোভা।।
কুচযুগ কোক লোম ভুজঙ্গিনি
ত্রিবলি ত্রিবেণী-বিলাস।
মাঝ বর সিংহ নিতম্ব কুম্ভ-করি
ঊরু রম্ভা করু উপহাস।।
পদ থল-কমল নখ জিত চাঁদ কত
লাবণি অমিয়া-তরঙ্গ।
রাধামোহন পহু কহইতে ঐছন
ভাবে অবশ ভেল অঙ্গ।।