তুয়া মুখকমল দূর সঞে হেরইতে
হরিলোচন অলি জোর।
বিছুরল চপল চরিত সব তৈখনে
মাতি রহল তঁহি ভোর।।
সুন্দরি মঝু মনে হোত সন্দেহ।
কথি লাগি চঞ্চল তুয়া লোচন অলি
কতিহুঁ না বাঁধই থেহ।।ধ্রু।।
ক্ষণে নিজচরণ কমল অবলম্বই
ক্ষণে সচকিত নিজ গাত।
ক্ষণে ক্ষণে কানুক বদন সরোরুহে
অলখিত আওত যাত।।
কিয়ে রসমাধুরী পরিখন চাতুরী
কিয়ে পিবই নাহি জান।
কহ ঘনশ্যাম দাস সখি বুঝহ
মনহি মনহি অনুমান।।