তুয়া প্রেম পদ সেবা এই ধন মোরে দিবা
তুমি প্রভু করুণার নিধি।
পরম মঙ্গল যশ শ্রবণে পরশ রস
কবে কিবা কাজ হবে সিদ্ধি।।
প্রাণনাথ নিবেদি এ চরণ কমলে।
গোবিন্দ গোকুলচন্দ্র পরম আনন্দ কন্দ
গোপিকুল প্রিয় দেহ ধরে।।
দারুণ সংসার গতি বিষয়ে লুবুধ মতি
তুয়া বিসরণ শেল বুকে।
জর জর তনুমন অচৈতন্য অনুক্ষণ
জিয়ন্তে মরণ ভেল সুখে।।
মো বড় অধম জনে কর কৃপা নিরক্ষণে
দাস করি রাখ বৃন্দাবনে।
শ্রীকৃষ্ণচৈতন্য নাম পহু মোর গৌর ধাম
নরোত্তম লইল শরণে।।