তুয়া নাম জপইতে কনক মাল কর
পীতাঞ্চল উরে লাই।
পুলকবিভোর কোরে ধরি হেরইতে
পুরবোধ তাহে না পাই।।
সখি হে ভালে তুহুঁ রসবতী রাই।।
তুয়া অনুরাগে পরাগে পূরিত তনু
রহত তোহারি পথ চাই।।ধ্রু।।
গোরোচনা আনি পাণি তলে মেটল
তোহারি মূরতি বিরচই।
সমতি না পাই রাই বলি রোয়ত
নয়ান লোরে ঘন সেচই।।
উঠত বৈঠত খেণে কহই আপন মনে
কো কহ সো সব রীত।
জ্ঞানদাস কহ বুঝই না পারিয়ে
কৈছন তোহারি পিরীত।।