তুয়া নামে প্রাণ পাই সব দিশ চায়।
না দেখিয়া চান্দমুখ কান্দে উভরায়।।
কাহাঁ দিব্যাঞ্জন মোর নয়ন অভিরাম।
কোটীন্দু শীতল কাঁহা নব ঘন শ্যাম।।
অমৃতের সার কাঁহা সুগন্ধি চন্দন।
পঞ্চেন্দ্রিয়াকর্য কাঁহা মুরলী বদন।।
দূরে ত তমাল তরু করি দরশন।
উনমতি হৈয়া ধায় চায় আলিঙ্গন।।
কি কহব রাইক যো উনমাদ।
হেরইতে পশু পাখী করয়ে বিষাদ।।
পুন পুন চেতনে পুন পুন ভোর।
নরোত্তম দাসক দুঃখ নাহি ওর।।