তুয়া উপচার করল যব সুন্দরী
তনু মন দুহুঁ একু মেলি।
তৈখনে যত ছিল নিরমল কুলশীল
সবহুঁ শ্যামময় ভেলি।।
শুন মাধব ইথে কিয়ে দোখব তোয়।
জগতে অসিত সিত কবহু না হোয়ত
সিত পুন নিজ তনু খোয়।।ধ্রু।।
জগমাহা সুজন সোই যছু অন্তর
বাহির সঞে নাহি ভেদ।
শুনইতেত যৈছন না হেরিয়ে তৈছন
ইহ এক মরমক খেদ।।
অব তোহে চিন খীন ভেল এতদিনে
লোচন শ্রবণ বিরোধ।
কহ ঘনশ্যাম দাস হত চিতহি
তবহুঁ নাহি পরবোধ।।