তুয়া অঙ্গে পীতিম চীরে।
কুচযুগ দংশল কীরে।।
অধর-বিম্বফল তোরি।
কো রস নেল নিচোরি।।
বচন ষোলসি আন ভাতি।
কা সঞে বঞ্চলি রাতি।।
হৃদয়নয়নগতিরীত।
হেরইতে পায়লুঁ ভীত।।
ইহ রস কাহিনী কহই।
জয়তী উঠি তহি চলই।।
রায়শেখর অনুমানে।
রাইক অমিয়া সিনানে।।
তুয়া অঙ্গে পীতিম চীরে।
কুচযুগ দংশল কীরে।।
অধর-বিম্বফল তোরি।
কো রস নেল নিচোরি।।
বচন ষোলসি আন ভাতি।
কা সঞে বঞ্চলি রাতি।।
হৃদয়নয়নগতিরীত।
হেরইতে পায়লুঁ ভীত।।
ইহ রস কাহিনী কহই।
জয়তী উঠি তহি চলই।।
রায়শেখর অনুমানে।
রাইক অমিয়া সিনানে।।