তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি
নগরে নাগরি হেরি ভোরি।
গগনে জলদ হেরি মনে মনোরথ করি
বিরহ সাগরে ধনি বোরি।।
কানাই করুণার লব তোহে নাই।
তোহারি বিরহে ধনি নিশি দিশি ঝুরই
তুরিতে মিলহ তুহুঁ যাই।।
ধরনি শয়ন করি সঘন নয়ন ঝরি
সহচরি রহত আগোরি।
দিনে দিনে দুবরি কৈছে জিবন ধরি
গোবিন্দদাসিয়া পহুঁ ছোড়ি।