তুহুঁ কিনা জানসি বালা।
বিনি অপরাধে কাহে তুহুঁ রোখলি
তেজলি মণিময় মালা।।
আপনক দোষ আপে নাহি সমুঝলি
কাহে বাঢ়ায়লি বাত।
গোবিন্দদাস তোহারি লাগি মাধব
আপ চলহ মঝু সাথ।।
তুহুঁ কিনা জানসি বালা।
বিনি অপরাধে কাহে তুহুঁ রোখলি
তেজলি মণিময় মালা।।
আপনক দোষ আপে নাহি সমুঝলি
কাহে বাঢ়ায়লি বাত।
গোবিন্দদাস তোহারি লাগি মাধব
আপ চলহ মঝু সাথ।।