তুলসী বচনে সব সখীগণে
দেব পূজিবার তরে।
বিধি অগোচর নানা উপহার
পূজন ভাজন ভরে।।
চিনি ফেনী কলা মাখন রসালা
রেউড়ি কদম্বা তিলা।
পুরি পুয়া খাজা পেড়া সরভাজা
রাধিকা করিয়াছিলা।।
অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা
সঘৃত মুদৃগ ঝুরি।
দেবতা পূজনে করিয়া যতনে
বুঁদি রসকরা খিরি।।
অগোর চন্দন ভরিলা ভাজন
সুগন্ধি ফুলের মালা।
অতুল অমূল কর্পূর তাম্বূল
সাজল সকল ডালা।।
সঙ্গিনী রঙ্গিণী রূপ তরঙ্গিণী
বসিয়া মন্দির মাঝে।
মদনমোহন মোহিতে যতন
করিলা রাইক সাজে।।
সভারে সত্বর করিলা শেখর
দেখিয়া উছর বেলা।
জটিলা চরণ করিয়া বন্দন
চলিলা সকল বালা।।