তুরিতহিঁ রাণী আনি নিজ মন্দিরে
আদরে রসবতী রাই।
যতনহি পাক করাওল ক্ষির সর
ঝুরি পুরি বিবিধ মিঠাই।।
ভোজন করু যদুরায়।
রোহিণী মাই করত পরিবেষণ
রসবতি আনি যোগায়।।
ইষদবলোকন হাস মনোরম
আনন্দের নাহি ওর।
দুহুঁ দরশনে দুহুঁ পুলক কলেবর
পিরীতি রভস রস ভোর।।
করল আচমন কপুর খপুর পুন
রঙ্গিণী আদরে দেল।
দীনবন্ধু ভণ ধনি করি ভোজন
নিজ মন্দির চলি গেল।।