তুমি সে নিদয়া নিঠুরাই পনা
এবে সে জানিল দঢ়।
পীরিতি করিয়া হিয়া ব্যথা দিয়া
এবে সে জানিল দঢ়।।
কেন প্রীত কৈলে বালক সংহতি
নাচিলে খেলিলে রঙ্গে।
ভেয়া ভেয়া বলি প্রেমে ঢল ঢল
করিলে এ সব সঙ্গে।।
আরতি পীরতি সুখের কি রীতি
ইহারি শরীর কিসে।
তোমা না দেখিলে তিলেক না জীব
নিদান করিলে শেষে।।
মরিলে তরিব মরিয়া হইব
তোমার চরণে সখা।
শ্রীদাম সুদাম আর বসুদাম
আর না হইব দেখা।।
কহে গুণমণি কাঁদিতে কাঁদিতে
সুবল পানেতে চেয়ে।
চণ্ডীদাস কহে অতি বড় মোহে
পড়ে মুরছিত হয়ে।।