তুমি সব জান কানুর পিরীতি
তোমারে বলিব কি।
সব পরিহরি এ জাতি জীবন
তাহারে সোঁপিয়াছি।।
সই কি আর কুল বিচারে।
প্রাণবন্ধু বিনে তিলেক না জীব
কি মোর সোদর পরে।।
সে রূপসায়রে নয়ন ডুবিল
সে গুণে বান্ধিলুঁ হিয়া।
সে সব চরিতে ডুবিল যে মন
তুলিব কি আর দিয়া।।
খাইতে খাইয়ে শুইতে শুইয়ে
আছিতে আছিএ পুরে।
জ্ঞানদাস কহে ইঙ্গিত পাইলে
আনল ভেজাই ঘরে।।