তুমি শিবারূপ হঞা ।
আগে জাহ পার হঞা ।।
তবে সে জানিব কাজ।
জাইব বসুদেব রাজ।।
শুনিঞা ইশ্বর-বাণী।
শিবারূপ হইল পুনি।।
চলিল জবুনা বাইআ।
বসুদেব দেখে চাআ।।
ঘুচিল মনের ধান্দে।
নাচিব লঞা যদু কান্দে।।
ধীরে ধীরে চলি জায়।
কোলে লঞা জদু রায়।।
মাঝ জমুনাতে গিঞা।।
দাণ্ডাই চকিত হঞা।।
চণ্ডিদাস কহে তায়।
শুনহ বসুদেব রায়।।