“তুমি বড় নিদয় নিদান।
উহারি কেবল ধেয়ান।।
সে জন ছাড়িয়া এখনে।
একলা বসিয়া কুঞ্জবনে।।
শুনহ সুন্দরি ধনি রাই।
খেণে খেণে বিরহে লোটাই।।
এত কিবা সহই পরাণ।
ঝা করি দেখ গিয়া কান।।
কাহার করহ ধনি রোষ।
সকল সে জন দোষ।।
তুমি সে নাগরী রামা।
চিতে দেহ ধনি,ক্ষেমা।।
চলহ নিকুঞ্জ মাঝ।
তেজহ আনহি কাজ।।”
চণ্ডীদাসে ভাল জান।
কহে দূতী কত অনুমান।।