“তুমি বিদগধ রায়।
বলিতে কি জানি কি আর বলিব
সকলি গোচর পায়।।
যে বল সে বল মোরে নাগর-শেখর।
পর কৈল আপন আপন কৈল পর।।
মনের আগুন কত উঠে অনিবার।
কাহারে কহিব ইহা আচার বিচার।।
এমন ব্যথিক নাই আপনা বলিতে।
আন কথা কহিলে করএ অন্য চিতে।
আকাশে পাতিয়া ফাঁদ পাপ ননদিনী ।
মিছামিছি বলে সদা শ্যাম-কলঙ্কিনী।।
তোমার কলঙ্ক হেম-মালা করি গলে।
মিছাই ঘোষণা পাপ ননদিনী বলে।।
ঘরে হৈল পরিবাদ লোকের গঞ্জনা।
তাহাতে নিষ্ঠুর তুমি এবে গেল জানা।।
পরের পরাণ হরি হাসিতে হাসিতে।
বিলোকনে প্রেম দিয়া করিলে পীরিতে।।
তোমার পীরিতি গোপী তেজিয়া সকল।
দাণ্ডাইতে নারি মোরা হইল বিকল।।”
চণ্ডীদাস গোপীর দেখিয়া প্রিয় বাণী।
হরষে পরসমণি পরিবে এখনি।।