তুমি নিদারুণ নও।
তুমি ছাড়ি যাবে উচিত কহিবে
নিশ্চয় করিয়া কও।।
তখন কহিলে অনেক যতন
সে সব বিসর এবে।
নাহি পড়ে মনে কদম্ব-কাননে
কি বোল বলিলে তবে।।
তোমার বচন পাষাণ নিশান
এবে সে রাঙ্গের পারা।
পুরুষ বচন নহে নিবারণ
এ দেখি যেমন ধারা।।
কুন্দ্র দরশন বেড়ায় যখন
এ নাহি লুকয়ে আর।
যেমন বচন সুচল সুচন
দেখহ এ গতি তার।।
তোমার পীরিতি ঐছন নহিব
কিসের রসের রীত।
এমতি পীরিতি জানহ আরতি
সরল যাহার চিত।।
তোমার কালিয়া বরণখানি যে
দেখিতে রূপস বড়।
উপরে মধুর দেখি মনোহর
অন্তরে আছয়ে গাঢ়।।
পরের পরাণ হরিতে সঘন
ঐছন তোমার রীত।
এত যদি ছিল তোমার মনেতে
তবে কেন কৈলে প্রীত।।
প্রেম বাড়াইয়া নিদারুণ হয়া
যাইবে মথুরা পুর।
চণ্ডীদাস বলে আকুল করিল
গোকুল অনেক দূর।।