তুমি না ছাড়িহ বন্ধু, তুমি মোরে না ছাড়িহ।
ও রাঙ্গা দুখানি পায় আমারে রাখিহ।।
তোমা বিনু জীবন যৌবন মহাভার।
একতিল না দেখিলে দিবস আন্ধার।।
একে সে অবলা জাতি আরে অনাথিনী।
তিলে তিলে মরি তোমার বিচ্ছেদ কথা শুনি।
মরিলে না যায় দুঃখ নহে সমাধান।
জ্ঞানদাসের তনু নীরস পাষাণ।।