তুমি দেব হরি দেবের দেবতা
তুমি হিতকরী হও।
তুমি চন্দ্র দিবা তুমি মহাতেজা
তুমি ত তারণ হও।।
তুমি সে পুরুষ ভূষণ শকতি
তুমি সে জগৎ সিন্ধু।
তুমি দয়াবান্ এ নব বৈভব
অনাথ জনার বন্ধু।।
তুমি জল স্থল তুমি দিবাকর
তুমি সে ঐশ্বর্য্য লীলা।
তুমি তরুলতা তুমি ফল শাখা
তুমি সে দরিয়া ধারা।।
যার অগোচর এ মহী ব্রহ্মাণ্ড
তোমারে জানিতে পারে।
ক্ষেম অপরাধ বিষম বিপাক
প্রভু দয়া কর মোরে।।
আমার হৃদয়ে তম উপজিল
পাইনু তাহার চিহ্ন।
অপরাধ ক্ষেম প্রভু দয়াবান্
আমি কি জানিয়ে বর্ণ।।
চণ্ডীদাস কহে এ রীত আকুতি
কে তুয়া বুঝিতে পারে।
চতুর্ব্বেদ যার মহিমা চাতুরী
কহিয়া কহিতে নারে।।