তুমি ত দয়ার সিন্ধু অধম জনার বন্ধু
মোরে প্রভু কর অবধান।
পড়িনু অসত ভোলে কাম তিমিঙ্গিল জালে
অহে নাথ মোরে কর ত্রাণ।।
যাবত জনম মোর অপরাধে হনু ভোর
নিকপটে না ভজিনু তোমা।।
তথাপি তোমায় গতি না ছাড়িহ প্রাণপতি
মোর সম নাহিক অধমা।।
পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম
উপেখিলে নাহি মোর গতি।
যদি হই অপরাধী তথাপি তোমায় গতি
সত্য সত্য যেন পতি সতি।।
তুমি ত পরম দেবা নাহি মোরে উপেখিবা
শুন শুন প্রাণের ঈশ্বর।
যদি করোঁ অপরাধ তথাপিহ তুমি নাথ
সেবা দিয়া কর অনুচর।।
কামে মোর হতচিত নাহি শুনে নিজ হিত
মনের না ঘুচে দুর্বাসনা।
মোহে নাথ অঙ্গিকুরু বাঞ্ছা-কল্পতরু
করুণা দেখুক সর্বজনা।।
মো সম পাতকি নাঞি ত্রিভুবনে দেখি চাই
নরোত্তম বড়ই পামর।
ঘুষুক সংসারে নাম পতিত উদ্ধার শ্যাম
নিজদাস কর গিরিধর।।
নরোত্তম বড় দুঃখী নাথ মোরে কর সুখী
তোমার ভজন সংকীর্ত্তনে।
অন্তরায় নহে যাহে এই ত পরম ভএ
নিবেদন করোঁ অনুক্ষণে।।