তুঙ্গবচন প্রকাশি তুঙ্গ দেবি
সহি সহি রহি নাহি পারি।
ঝোকি রোখি কত কহই বচন কট
পুন পুন রাই নেহারি।।
সুন্দরি কি তহু নাগর আগে।
ব্রজকুল-নন্দন পদতলে লোটত
মান অধন ধন মাগে।।
হাম সব সহচরি তনু মন দগধিলি
তুহু অতি মুগধিনি বালা।
সাধের বন্ধুয়াঁ তোর কত দুখ পাওত
জারত বিরহক জ্বালা।।
কি ধন লাগি তুহু নাগর উপেখলি
হাম সবে দেউলি পিঠ।
আপন গুনাগুন কছু নাহি জানসি
বোলসি নাগর ঢিঠ।
এতনু বড়ক বোল শুনি বর নাগরি
না হেরল নাগর পানে।
জানিলু তুহুঁ সে মুগধি গোয়ালিনি
গোবিন্দদাস পরমানে।।