তুঅ গুণে অমিঅ নিবাস।
বিখ্য বচন কি কে ভাস।।
বারি সম হির্দ্দয় হমারি।
হেমকর গলল তগারি।।
পরিহর দারুণ মান।
দেহে অধর মধু পান।।
রোসে দারুণ মুহু মন্দ।
নিন্দহ সাঁঝক চন্দ।।
কানু ভেল সুললিত হাস।
উঠিতেহু কমল বিকাস।।
পরমুখে সুনিএ অপবাণী
রোষ করব পহু জানী।।
কিছু দোষ নহি কহ মারি।
হৃদয়হু চাহহ বিচারি।।