তীনিক তেসর তীনিক বাম।
তীনিক তেসর ধনিকের ঠাম।।
তীনি তীনি কয় রোখলি ফুল।
তীনিক তেসর মাধব তূল।।
তীনি তীনি কএ উঠলিহি ভাখি।
তীনিক তেসর মাধব সাখি।।
ভনই বিদ্যাপতি তীনিক নেহ।
নাগরকাঁ থিক নারি সেনহ।।